মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে কথা বলব: সৈয়দ ইবরাহিম
স্পেশাল করসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৭:২৮
১০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৭:২৮
ঢাকা: সংসদে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ ও জাতির কল্যাণে কথা বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তিনি কক্সবাজার ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করার জন্য আমি আল্লাহর প্রতি শুকরিয়া জানাই।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমাকে নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কোনটা থেকে কোনটা বলব, সবকিছু আমার স্মৃতিতে থেকে যাবে । আমি কল্যাণ পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং দেশ ও জাতির কল্যাণে কথা বলব। আমার নির্বাচনি এলাকাকে উন্নত করব।
আরও পড়ুন
সারাবাংলা/এএইচএইচ/আইই