ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে: শেখ হাসিনা
১০ জানুয়ারি ২০২৪ ১৫:২৩
ঢাকা: ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি নব নির্বাচিত সংসদ সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা এ সব কথা বলেন। সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
এদিন জাতীয় সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নির্বাচিত এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’
দলের সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।’
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।’
এছাড়া সভায় সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী, স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীকেই পুনর্নির্বাচিত করা হয়েছে।
এর আগে, সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও