Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বোধন একটি আন্দোলনের নাম’

সারাবাংলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: বোধন আবৃত্তি পরিষদের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠানে সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন বলেছেন, ‘বোধন শুধু একটি স্কুল নয়, একটি আন্দোলনের নাম। স্বৈরশাসকের বিরুদ্ধে বোধনের আবৃত্তি মানুষের মধ্যে তীব্র আন্দোলনের সঞ্চার করেছিল। অন্ধকার সময়ে যখন আমাদের আবহমান সংস্কৃতিকে হননের চেষ্টা হয়েছিল, তখন যে বাতি আলোর জন্ম দিয়েছিল সেটি হলো বোধন।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনতায়নে বোধনের বর্ষপূর্তির আয়োজন করা হয়, যাতে আবৃত্তি, গান, নাচ, শ্রুতিনাটক ও বিশিষ্টজনদের কথামালা ছিল।

কথামালায় অনুপম সেন ছাড়াও অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন্দ্রনাথ সেন, কবি ওমর কায়সার, উদীচী চট্টগ্রামের সভাপতি ডাক্তার চন্দন দাশ ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সজল চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, বোধনের সহ-সভাপতি নারায়ন প্রসাদ বিশ্বাস, কবি আশীষ সেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কবি বিশ্বজিৎ চৌধুরী, মালেক মোস্তাকিম, অধ্যাপক মুজিব রাহমান, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সেলিম ভূঁইয়া, এবং বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ।

বিজ্ঞাপন

দেবলীনা চৌধুরী, মশিউর রহমান ও স্মরণ ধর গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে আলোড়ন ডান্স একাডেমি।

একক আবৃত্তি পরিবেশন করেন হোসনে আরা নাজু, প্রজ্ঞা পারমিতা, লাভলী আক্তার নিশাত, ইলা বড়ুয়া, হিমানী মজুমদার। বোধন শিশু বিভাগের বৃন্দ পরিবেশনা ‘এ ছড়াটা অন্যরকম’ পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, সুতপা মজুমদার, অরিত্র রোদ্দুর ধর।

এছাড়া বোধনের ৩৭ বছরের পথচলার স্থিরচিত্র নিয়ে থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম বোধন বোধন আবৃত্তি পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর