আনোয়ার হোসেন মঞ্জুর রাগ কমলে তার মেধা কাজে লাগাব: মহিউদ্দিন
১০ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭
ঢাকা: পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেছেন, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বর্তমানে রেগে আছেন। রাগ কমে গেলে তার মেধা কাজে লাগিয়ে আমি ভান্ডারিয়াকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি তিনবারের সাবেক মন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ তার সাবেক এপিএস।
এই আসনে সমঝোতার ভিত্তিতে জেপিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। তবে আসনটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন মহিউদ্দিন মহারাজ।
বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় মহিউদ্দিন মহারাজ বলেন, আনোয়ার হোসেন মঞ্জু আমার রাজনৈতিক গুরু ছিলেন না। আমি তার এপিএস ছিলাম। তিনি ১৪ দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হন। তখন তিনি আমাকে তার এপিএস হওয়ার জন্য বলেন। আমি তার এপিএস হই।
তিনি বলেন, নবাগত সংসদ সদস্য হিসেবে সংসদে আমার এলাকার উন্নয়নের জন্য কথা বলব।
আরও পড়ুন
- সংসদ সদস্য হওয়া অসাধারণ অভিজ্ঞতা: ফেরদৌস
- নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের
- নেত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই কাজ করব: এ কে আজাদ
- মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে কথা বলব: সৈয়দ ইবরাহিম
সারাবাংলা/এএইচএইচ/আইই
দ্বাদশ জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মহিউদ্দিন মহারাজ