ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল
১০ জানুয়ারি ২০২৪ ১৮:১৭
ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। একইসঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক ও বাজার মূলধন। দিনশেষে ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে করে মূল্যসূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেনের পরিমাণ।
বুধবার লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে মাত্র ২৭টির। এছাড়া ১৭৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়াও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৭ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৯৫ কোটি ৩৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ টাকা। এর মাধ্যমে পাঁচ কার্যদিবস পর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রূপালী ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অলিস্পিক এক্সসরিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল।
অন্য অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির। এছাড়া ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ২৮ লাখ টাকা।
সারাবাংলা/জিএস/এনএস
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার সিএসই