Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় নতুন মুখ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২১:৫১

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন। এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এরইমধ্যে তাদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

২৫ জন পূর্ণমন্ত্রীর ১২ জনই গত সরকারের মন্ত্রিসভায় ছিলেন না। এর মধ্যে কয়েকজন প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

নতুন মন্ত্রীরা হলেন, মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আব্দুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪),  মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবীর নানক (ঢাকা-১৩),  নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

এদের মধ্যে মুহাম্মদ ফারুক খান, আব্দুল হাসান মাহমুদ আলী, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক আগেও মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে গত সরকারে তারা মন্ত্রিসভায় ছিলেন না।

প্রতিমন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন, সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪),  কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল ৬)।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর