Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনোক্র্যাটে ফের ইয়াফেস, নতুন মুখ সামন্ত লাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২২:০০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১২:৩৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ফের ডাক পেয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান। আর নতুন মুখ হিসেবে আসছেন ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে অন্যান্যদের সঙ্গে শপথ নেবেন তারা।

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের এ তথ্য জানান। ইতোমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ৩৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

১১ জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে সই করবেন।

এর আগে, বুধবার দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন। একই দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেন।

সারাবাংলা/পিটিএম

টেকনোক্র্যাট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর