Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডানা দাও ঈশ্বর’


২২ মে ২০১৮ ১৪:২৮

অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে  রাজধানী জুড়ে সারাক্ষণই লেগে থাকে তীব্র যানজট। গাড়িগুলোর গতি নেমে আসে ঘণ্টায় পাঁচ কিলোমিটারে। গন্তব্যে পৌঁছাতে পার হয়ে যায় ঘণ্টার পর ঘণ্টা। রমজান মাস আসলে একেবারেই যেন থেমে যায় যানবাহনের চাকা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

মানুষ আর যানবাহন মিলেমিশে চলাচল করে প্রধান সড়ক জুড়ে। নেই কোনো নিয়ন্ত্রণ।

মরুঝড়ের কবলে পড়া উটপাখির মতো মাথাগুজে বসে থাকে চারদিক থেকে মুখোমুখি হওয়া গাড়ি ও মানুষগুলো।

 

ফুটপাত দখল করে পার্ক করা হয় ক্ষমতাবানের গাড়ি। থেমে থাকা গণপরিবহণ ছেড়ে যাত্রীরা যে পায়ে হেঁটে গন্তব্যে যাবে, নেই সে উপায়।

এই পরিস্থিতিতে সাধারণ পথচারিদের ঈশ্বরের কাছে ডানা প্রার্থনা করে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর