Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪ ১২:০৮

ছবি: বিবিসি

পাপুয়া নিউ গিনিতে বড় ধরনের দাঙ্গা ও বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসি।

গতকাল বুধবার বেতন বিরোধের জের ধরে দেশটির পুলিশ ধর্মঘটে যাওয়ার পর শহরের দোকান ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া সুপারমার্কেট লুট করা হয়েছে। শত শত মানুষ রাস্তায় নেমেছে।

এ ঘটনার বৃহস্পতিবার পর (১১ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। সেই ভাষণে তিনি বলেছেন, ‘অরাজকতা সহ্য করা হবে না। আইন ভঙ্গ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না।’

গতকাল বুধবার রাতে হওয়া দাঙ্গায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে বলে স্বীকার করে জেমস মারাপে বলেন, ‘এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।’ আইশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এনএস

পাপুয়া নিউ গিনি পাপুয়া নিউ গিনিতে দাঙ্গা