Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে ভোট দেওয়ায় নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৭:৫৩

ঢাকা: প্রকাশ্যে ভোট দিয়ে আইন লঙ্ঘন করায় নতুন মন্ত্রীসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ডাক পাওয়া ও বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকারী ফরিদুল হক খানকে নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় তাকে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখা দিতে ব্যক্তিগতভাবে ইসিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদান করেন ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ফরিদুল হক খান। আইন অনুযায়ী প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ।

ইসির চিঠিতে বলা হয়েছে, প্রকাশ্যে ভোট দেওয়ার অপরাধে কেন আপনার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৩১৪ নম্বর কক্ষে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

সারাবাংলা/জিএস/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি) ফরিদুল হক খান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর