Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকে এ কে আজাদের জিজ্ঞাসাবাদ শেষ


২২ মে ২০১৮ ১৩:৪৯ | আপডেট: ২২ মে ২০১৮ ১৪:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা : হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই কারণে দুদক ডেকেছিল। আমি দুদকে হাজির হয়ে নিজের বক্তব্য দিয়েছি।’

কী বিষয়ে অভিযোগ ছিল সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তদন্তাধীন বিষয়। এটি নিয়ে কথা না বলা ভালো।’

এর আগে গত ২৪ এপ্রিল দুদক থেকে ব্যবসায়ী একে আজাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। কর ফঁকি, বিদেশে অর্থপাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করা হয় হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাকে আগামী ৯ মে দুদক কার্যালয়ে উপস্থিত হতে চিঠি পাঠানো হয়।

এর আগেও একবার একে আজাদকে দুদকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণে বিদেশে থাকায় উপস্থিত হতে পারেননি।

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর