Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৮:২৮

ঢাকা : আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হচ্ছে- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। রোজায় উল্লিখিত ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধার সুযোগ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

জানা গেছে, সময়মতো আমদানির অভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যাতে কোনো সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পণ্য আমদানি রোজা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর