প্রধানমন্ত্রীর কাছে থাকল যেসব মন্ত্রণালয় ও বিভাগ
১১ জানুয়ারি ২০২৪ ২০:৩০
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মন্ত্রিসভার মোট ৩৬ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কাছে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থেকে গেল।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। পরে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পেয়েছেন।
সারাবাংলা/পিটিএম