স্বরাষ্ট্রের দায়িত্বে ফের আসাদুজ্জামান কামাল
১১ জানুয়ারি ২০২৪ ২১:১০
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ গঠনের পর সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। এবার ২১টি মন্ত্রণালয় ও বিভাগে পরিবর্তন এলেও ফের অপরিবর্তিত থাকল রয়েছে ১৫টি দফতর। এর মধ্যে আসাদুজ্জামান খান কামালের কাছেই ফের ন্যস্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি চতুর্থবারের মতো এই মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বন্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খান কামাল। ৯ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদের শেষ দিকে এসে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। এরপর দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন তিনি। একাদশ জাতীয় সংসদেও তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম
আসাদুজ্জামান খাঁন কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বরাষ্ট্রমন্ত্রী