তাজুল ইসলামের হাতেই থাকল এলজিআরডি
১১ জানুয়ারি ২০২৪ ২২:৪৮
ঢাকা: একাদশের মতোই দ্বাদশ জাতীয় সংসদেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন মন্ত্রিসভায় এবার প্রথমবারের মতো ১৪ জন যুক্ত হয়েছেন। এ ছাড়া বাদ পড়েছেন বিদায়ী মন্ত্রিসভার অনেকে। তবে বিদায়ী মন্ত্রিসভার নয়জন পূর্ণমন্ত্রী নতুন মন্ত্রিসভায়ও একই দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে একজন মো. তাজুল ইসলাম।
তাজুল ইসলাম ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। তারপর ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ এবং সর্বশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৯ সালের ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে নিয়োগ পান। এ ছাড়া বিগত জাতীয় সংসদের মেয়াদগুলোতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তাজুল ইসলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/আরএফ/পিটিএম