Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিচ্ছিল ইউনাইটেড, নেওয়া হবে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২২:৫৮

ঢাকা: শিশু আয়ানের খৎনা ইস্যুতে আলোচনায় আসা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় জন্য কোনো নিবন্ধন ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অবৈধ এবং নিবন্ধন ছাড়াই শিশু আয়ানকে চিকিৎসা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মইনুল আহসান বলেন, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর স্বতঃপ্রণোদিত হয়েই একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমরা এই মুহূর্তে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে তদন্ত কার্যক্রম শেষ হলে অবশ্যই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা আরও বলেন, ইউনাইটেড মেডিকেল কর্তৃপক্ষ যদিও নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু তাদের আবেদন ত্রুটিযুক্ত। তাদের আবারও যথাযথভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন যেহেতু নিবন্ধন নেই, তাদের চিকিৎসা কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই।

এর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক ডা. সাঈদ সাব্বির ও ডা. তাসনুভা মাহজাবিনের আটকসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরের গেটে মানববন্ধন করে শিশুর পরিবার ও স্বজনরা।

এ সময় তারা বলেন, শিশু আয়ান হত্যার মতো এসব ঘটনা এখন আমাদের দেশে নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। কিছু ব্যবসায়ী ডাক্তার ওি কর্তৃপক্ষের কারণে দিন দিন অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে। এমনকি এসব ঘটনায় স্বজনরা সুষ্ঠ বিচারও পাচ্ছে না। ফলে এসব ঘটনা বাড়ছে। আমরা সরকারে কাছে এর সুষ্ঠ এবং ন্যায় বিচারের দাবি করি, যেন এমন ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু আয়ান। টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত সোমবার (৮ জানুয়ারি) তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসবি/টিআর

ইউনাইটেড মেডিকেল ইউনাইটেড মেডিকেল কলেজ শিশু আযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর