ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ
সারাবাংলা ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪ ২৩:১১
১১ জানুয়ারি ২০২৪ ২৩:১১
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ওয়ালটনের যৌথ আয়োজনে বার্ষিক বিজয় ক্রীড়া উৎসব-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সংগঠনটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ’র সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন বিপিজেএ’র সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ক্রীড়া উৎসব উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদার।
সারাবাংলা/একে