Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেনাটা‘র ৬৬০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২৩:৩৪

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের ৬৬০ কোটি ১৫ লাখ টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিকত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রেনাটা লিমিটেডের ৬৬০ কোটি ১৫ লাখ টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে।’

জানা গেছে, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি বিক্রি করা হবে। ১ থেকে ৫ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হলো- এটি নিরাপদ, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ড।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। এর ট্রাস্টি হিসেবে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড।

সারাবাংলা/জিএস/পিটিএম

জিরো কুপন বন্ড রেনেটা

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর