Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, মামলার প্রতিবেদন ১৮ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২৩:৪৩

ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তা গ্রহণ করেন। এরপর আগামি ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন এ তথ্য জানান। এর আগে দিপু সানার স্বামী তরুণ কুমার বিশ্বাস রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিপু সানা বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি ছুটি শেষে অফিসের বাসে করে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথে রমনা মডেল থানাধীন ১১৭/১ নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসামাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ করে দিপু সানার মাথার ওপর ফেলে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সানা। তখন স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক সানাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

ইট ব্যাংক কর্মকর্তা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর