Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দি মানবতা বিরোধী অপরাধের আসামি শমসের ফকিরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১১:৪৪

ঢাকা: কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বন্দি ময়মনসিংহের মানবতা বিরোধী অপরাধ মামলার আসাসি শমসের ফকির (৮০) ঢাকা মেডিকেলে (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ওই বন্দিকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. কাচ্চু মিয়া জানান, ভোরে কেন্দ্রীয় কারাগারে বন্দি ওই আসামি অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের নির্দেশে ওই বন্দিকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা আছে।

শমসের ফকিরের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ময়মনসিংহের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ৯২০০/১৮। বাবার নাম মৃত আরফান আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

মানবতা বিরোধী অপরাধ শমসের ফকির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর