ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশের আছে, সে দেশ এগিয়ে যাবে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সামনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সরকারের সামনে চ্যালেঞ্জের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চ্যালেঞ্জ আসলে, রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক- এই তিনটা রয়েছে। এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে বিশ্ব সংকটের বাস্তবতা। তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা এতো সহজ কাজ নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরত্ন শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশ না, বিশ্বের সবচেয়ে বেশি সময়ের নারী প্রধানমন্ত্রী হিসাবে দক্ষতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তিনি আমাদের আশার বাতিঘর। শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশের আছে, সে দেশ এগিয়ে যাবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাক আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য। আমাদের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। কাজেই আমরা এই পথ অতিক্রম করেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করব।’
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।