Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৫:২৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছর বয়সী এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা বড়বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম মো. আরিফ। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর কালামারছড়া এলাকায়। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে আরিফ প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে সে আর বাসায় ফিরেনি।

আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে রাস্তা দিয়ে হাঁটার সময় তার গলাকাটা মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার অটোরিকশাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/আইসি/এনএস

গলাকাটা লাশ উদ্ধার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর