শীতে বিপর্যস্ত জনজীবন, যশোরে তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস
১২ জানুয়ারি ২০২৪ ১৮:১৯
যশোর: কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার জনজীবন। শুক্রবার (১২ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ।
সূর্য না দেখা দেওয়ায় রোদ নেই, সঙ্গে হাল্কা বাতাসে মানুষকে শীতের তীব্রতায় সময় পার করতে হচ্ছে। সকাল থেকে রাস্তায় চলাচল কিছুটা কম দেখা গেছে।
যশোর আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, চলতি সপ্তাহে ধরে জেলায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। এ শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
তথ্যমতে, সকাল ৬টায় যশোরের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতা রয়েছে প্রতি ঘণ্টায় ৭-৮ নটিক্যাল মাইল, বেলা ১১টার দিকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটারের মধ্যে হলেও সকালে সর্বনিম্ন ছিল ১০০ মিটারের মধ্যে। আগামী আরও কয়েকদিন শীত ও কুয়াশার এই প্রভাব থাকতে পারে।
সারাবাংলা/এমও