Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে ডুবে জিসানের মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল


২২ মে ২০১৮ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে পড়ে শিশু জিসান মারা যাওয়ার ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মাস্টার প্ল্যান অনুসারে ঢাকার সকল জলাধারের তালিকা করে তাতে সুন্দর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিন মাসের মধ্যে রাজউকসহ সংশ্লিষ্টদের জানাতে বলেছেন আদালত।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২২ মে) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

স্থানীয় সরকার সচিব, রাজউক, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসাসহ আট বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার আবদুল হালিম। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

পরে আইনজীবী আব্দুল হালিম জানান, ঢাকা শহরে এমন অসংখ্য জলাধার রয়েছে যা উন্মুক্ত অবস্থায়। এ কারণে প্রতিনিয়ত শহরের মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে জীবনযাপন করছে। এ কারণে শিশুর নিরাপত্তায় আদালতের কাছে আমি এ আবেদন করেছি।

গত ৯ মার্চ বিকেলে খেলার বল খুঁজতে গিয়ে শিশু জিসান খালে পড়ে যায়। ওইদিন রাত সোয়া ১০টার দিকে জিসানের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সারাবাংলা/এজেডকে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর