Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পরিবর্তনের আভাস শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৯:০২

ঢাকা: তুমুল আলোচনায় থাকা নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষামন্ত্রী মুহিববুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি, আমাদের যেসব কারেকশন আসবে সেগুলো সমাধান করব।’

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেক্ষেত্রে বলব- নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এছাড়া আরও বেশকিছু পরিবর্তন করতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইরাবের সদস্যরা।

সারাবাংলা/ইউজে/একে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শিক্ষাক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর