Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস আজ, বরণে প্রস্তুত সচিবালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ০৮:৩৮

ঢাকা: নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করবেন। মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেবেন তারা। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে তাদের বরণের জন্য প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো।

ইতোমধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের অনুষ্ঠানসূচি জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, রোববার প্রথম অফিস করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি সকাল ১০টায় প্রথমে মন্ত্রণালয়ে যোগদান শেষে দায়িত্বভার গ্রহণ করবেন। সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। এরপর দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান জানিয়েছেন, রোববার সকাল ১১টায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন নিয়ে গণমাধ্যমে প্রারম্ভিক ব্রিফিং করবেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানিয়েছেন, নতুন সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রোববার সকাল ১১টায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিজ্ঞাপন

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ সচিবালয়। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রবেশপথ থেকে শুরু করে মন্ত্রীদের দফতরে সংস্কার কাজ চালানো হয়। পুরনো মন্ত্রী- প্রতিমন্ত্রীদের নামফলক পরিবর্তন করে নতুন নামফলক বসানো হয়। করা হয় সাজসজ্জা। এ কাজে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও ব্যস্ত সময় পার করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। শুক্র, শনি দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে আজ রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজ নিজ দফতরে যাবেন, অর্থাৎ আজ তাদের প্রথম কর্মদিবস।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর