Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ কলেজ ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১১:৫৮

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুতে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে ও পাকুটিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম মিয়া (১৯)।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

কলেজ ছাত্র নিহত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর