Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনকনে ঠাণ্ডায় কাঁপছে কুড়িগ্রাম

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৪:০২

কুড়িগ্রাম:  শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। এ অবস্থা চলছে পুরো দিন। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট। দিনের বেলায়ও হেড লাইট জ্বলিয়ে চলছে যানবাহন।

রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন নদ-নদীর অববাহিকার প্রায় সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলে বসবাসকারীরা।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্রের অববাহিকার যাত্রাপুর চরের বাসিন্দা রহমত আলী বলেন, নদীর পাড়ে বাড়ি। গত তিন দিন ধরে কুয়াশার সাথে শিরশির বাতাসে কনকনে ঠাণ্ডা। ছোট বাচ্চাদের নিয়ে বিপদে আছি।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগছা ইউনিয়নের রফিকুল বলেন, গতকাল থেকে খুবই ঠাণ্ডা। রিকশা চালিয়ে সংসার চালাই, কিন্তু বের হওয়া যাচ্ছে না। ভাড়াও পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে পরিবার ও এনজিওর কিস্তি নিয়ে সমস্যায় পড়ে যাব।

কুড়িগ্রাম সদরের দিনমজুর মজিবর বলেন, অনেক ঠাণ্ডা পড়ছে। কাজে বের হতে পারছি না। গরম কাপড়[ও নাই। এই ঠাণ্ডায় ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, গত ৭ দিন ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী। আজ রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর