জুরাছড়িতে ভূমি দখলচেষ্টার প্রতিবাদে পাহাড়িদের মানববন্ধন
১৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩১
রাঙ্গামাটি: জুরাছড়িতে পাহাড়িদের ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে ও পার্বত্য ভূমি কমিশন কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) বিকালে রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন জেলার সভাপতি মানুচিং মারমা, কেন্দ্রীয় কমিটির সদস্য উলিচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমাসহ অনেকে।
এসময় বক্তারা গত শনিবার জুরাছড়িতে পাহাড়িদের ভূমি দখলচেষ্টার অভিযোগ করে বলেন, ‘পাহাড়ে জুম্ম জাতিগোষ্ঠীর ভূমি বিভিন্ন সময়ে দখলের চেষ্টা করা হচ্ছে; আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর প্রতিকারের জন্য পার্বত্য ভূমি কমিশন অবিলম্বে কার্যকর করার দাবি।’
এদিকে, একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে বলেন, ‘শনিবার ১৩ জানুয়ারি কতিপয় লোকজন জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হিমায়ন চাকমার জমি দখলের চেষ্টা চালালে নির্যাতনের শিকার ব্যক্তিসহ স্থানীয়রা বাধা দেয়, যা অত্যন্ত ন্যায়সঙ্গত।’
সারাবাংলা/এমও