গাজীপুর: মহানগরীর টঙ্গীতে ইজতেমা উপলক্ষে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে টঙ্গী বাজার এলাকায় আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মালিক সমিতি আড়াই লাখ টাকার বিনিময়ে মার্কেটের সামনে অস্থায়ী দোকান বসানোর চুক্তি করে। পরে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে তারা (মালিকপক্ষ) কোনো অস্থায়ী দোকান বসতে দেবে না এমন আশ্বাস দেয়। রোববার চুক্তি অনুযায়ী মার্কেটের সামনে ভাড়া করা জায়গায় অস্থায়ী দোকান বসানো শুরু হয়। এসময় ব্যবসায়ী ও অস্থায়ী দোকান নেওয়া ভাড়াটিয়ার মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কিছু সময় পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার আশরাফ সেতু কমপ্লেক্সে এসে বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষের সাথে আলোচনায় বসে। পরে স্থানীয় কাউন্সিলর দু’পক্ষের সঙ্গে সমোঝোতা করে অস্থায়ী দোকান না বসানোর সিদ্ধান্ত নেয়।

অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। ছবি: সারাবাংলা
আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যকরী সদস্য মশিউর রহমান বলেন, ‘আমরা অস্থায়ী দোকান বসানোর বিষয়ে প্রতিবাদ করলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজে এসে সমস্যার সমাধান করে দেয়। আমরা অনেক আনন্দিত। এতো দ্রুত সমাধান হবে আমরা ভাবিনি।’
মার্কেটের সামনে অস্থায়ী দোকানের জন্য মালিক পক্ষ থেকে ভাড়া নেওয়া জিহাদুল রহমান সাব্বির বলেন, ‘আমি মালিকপক্ষ থেকে ভাড়া নিয়েছিলাম। আমি ভাড়া করা জায়গায় দোকান বসাতে যাওয়ার পর ব্যবসায়ী সমিতি দোকান বসতে দিতে রাজি নয়। পরে স্থানীয় কাউন্সিলর আমাদের দুই পক্ষ নিয়ে বসে সমাধান করে। আমার কাছ থেকে অস্থায়ী দোকান ভাড়া বাবদ নেওয়া আড়াই লাখ টাকা আমি ফেরত পেয়েছি।’
গাজীপুর সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার বলেন, ‘দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা সবাই সুন্দর প্রস্তাব রেখেছে। পরে তারা দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে কখনই এই মার্কেটের সামনে কোনোপ্রকার অস্থায়ী দোকান বসানো হবে না।’