আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম কারাগারে
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২০:১১
১৪ জানুয়ারি ২০২৪ ২০:১১
ঢাকা: রাজধানীর গুলশান ও বনানী থানার চেক জালিয়াতির পৃথক ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ জানুয়ারি) গ্রেফতারি পরোয়ানামূলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শনিবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুর আলম শিকদারকেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। আলেশা মার্টের গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
সারাবাংলা/পিটিএম