ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ
১৫ জানুয়ারি ২০২৪ ০১:৫৫
ঢাকা: রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকায় অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে পরিদর্শনে গিয়ে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশে বলা হয়, সম্প্রতি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যু ঘটলে তার বাবা অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে অধিদফতরের পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিক) নেতৃত্বে ১০ জানুয়ারি হাসপাতালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের দেওয়া লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। এ ছাড়া দফতরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা ও পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের কাছে নিবন্ধন বা লাইসেন্স পাওয়ার জন্য কখনো অনলাইনেও আবেদন করেনি।
আরও পড়ুন- নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিচ্ছিল ইউনাইটেড, নেওয়া হবে ব্যবস্থা
আদেশে বলা হয়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের আইনি নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই নির্মাণাধীন ভবনে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এটি প্রচলিত আইনের পরিপন্থি। এ কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশে ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর খৎনা করানোর জন্য আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবক। সকাল ৯টার দিকে শিশুটিকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। এরপরে আয়ানের আর জ্ঞান ফেরেনি। পরে তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্র) লাইফ সাপোর্টে রেখেও কোনো লাভ হয়নি। ৭ জানুয়ারি মধ্যরাতে শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় আয়ানের বাবা শামীম আহমেদ ইউনাইটেড হাসপাতাল ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারী ও পরিচালককে আসামি করে মামলা করেন।
সারাবাংলা/এসবি/টিআর