বোমা হামলায় নিহত সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী আজ
১৫ জানুয়ারি ২০২৪ ০৯:০২
খুলনা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৫ জানুয়ারি)। ২০০৪ সালের ১৫ জানুয়ারি রিকশায় করে আহসান আহমেদ রোডের নিজ বাড়িতে যাওয়ার সময় খুলনা প্রেসক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা।
তিনি দৈনিক সংবাদ ও ইংরেজি দৈনিক নিউএজ এর সিনিয়র রিপোর্টার, একুশে টেলিভিশনের প্রতিনিধি এবং বিবিসি বাংলা সার্ভিসের খণ্ডকালীন সংবাদদাতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন মানিক সাহা।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা।
খুলনা সাংবাদিক ইউনিয়ন এ উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবে। পরে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সব সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
সারাবাংলা/এমও