শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৩:৪৯
১৫ জানুয়ারি ২০২৪ ১৩:৪৯
ঢাকা: টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) শিখা অনির্বাণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজের অফিস কক্ষে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/এমও