Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় অভিযোগ শুনানি ৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৫:২০

ফাইল ছবি

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি অভিযোগ শুনানির জন্য ছিল। এ জন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তারপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ মার্চ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ শিট দাখিল করেন দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/এএসকে/ইআ

ইসমাইল চৌধুরী সম্রাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর