Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার


১৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীর ভাটারা থানার পাইওনিয়ার ডেন্টাল কলেজ হোস্টেল থেকে নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী শিক্ষার্থীর নাম বিনিশা শাহ (২০)। পুলিশ বলছে, বিনিশার লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান সারাবাংলাকে বলেন,‘দুপুর ২টার দিকে খবর পেয়ে পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে গিয়ে বিনিশার লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণ আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

ওসি আরও বলেন, ‘বিনিশা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সকালে তার পরীক্ষা ছিল। কলেজের শিক্ষকরা জানিয়েছেন, পরীক্ষা শেষ না করেই বিনিশা হলরুম থেকে বের হয়ে যায়। এরপর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’

বিজ্ঞাপন

পাইওনিয়ার ডেন্টাল কলেজের কর্মচারী আব্দুল গফুর বলেন, ‘বিনিশার আর্থিক অসচ্ছলতা ছিল। কিন্তু এই কলেজে পড়তে অনেক টাকা ব্যয় হতো তার। এটা সব ছাত্র-ছাত্রীর বেলায় প্রযোজ্য। এ জন্য বিনিশা প্রায়ই মন খারাপ করে কর্মচারীদের দুঃখের কথা বলত। আজও তার পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে হিসাব শাখায় কথা কাটাকাটি হয়েছে। এ কারণেও বিনিশা আত্মহত্যা করে থাকতে পারে।’

সারাবাংলা/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর