Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ২১:২৬

প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে হোমিও চিকিৎসক হারুনুর রশিদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে রুবেল নামে এক সন্ত্রাসী।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী রুবেল মিয়াকে আটক করে।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রুবেল মিয়ার বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খাইরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা গফরগাঁও চিকিৎসক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর