Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ২২:৩০

গাজীপুর: মহানগরীর পূবাইলে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জানুয়ারী) রাত ৯টার দিকে পূবাইল থানার আক্কাছ মার্কেট এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘সোমবার রাতে পূবাইলে একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো