Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত


১৫ জানুয়ারি ২০২৪ ২২:৪৫

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জ উপজেলার গাগলি নামক এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় আব্দুন নূর (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশে রওনা হওয়া যাত্রীবাহী একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ‘বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

ধাক্কা বাস শান্তিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর