Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল

ইবি করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৩:৩৮

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাপ্তাহিক (সোমবার) অনলাইন ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। এখন থেকে ওইদিনও সশরীরে ক্লাস চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

এর আগে, ২০২৩ সালের ৩০ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহও বন্ধ ছিল। এছাড়াও দুপুরের রুটের পরিবহন বন্ধ রাখা হতো।

সারাবাংলা/এমও

অনলাইন ক্লাস ইসলামী বিশ্ববিদ্যালয় বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর