Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়স্ক ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৮:০০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকার জন্য দেশে দীর্ঘমেয়াদী রোগে ভোগা বয়স্ক ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিন সচিবালয়ে স্বাস্থ্যখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় ডা. সামন্ত লাল সেন এ পরামর্শ দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের ডা. সামন্ত লাল সেন বলেন, কোভিড এখনও চলে যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে এখনও রোগী পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও কিছু রোগী হাসপাতালে ভর্তি আছে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনাভাইরাসের চতুর্থ ডোজ হিসেবে আগামী দুই বছরে আরও আড়াই কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে দেশে। এই টিকাদান কর্মসূচি শুরু হবে এপ্রিল মাসে।

এই আড়াই কোটির মধ্যে অর্ধেক দেওয়া হবে চলতি বছর। এছাড়া বাকি ভ্যাকসিন আগামী বছরে দেওয়া হবে বলে বলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম জানান।

জাহাঙ্গীর আলম বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন-গ্যাভির কাছে ভ্যাকসিনের চাহিদা দেওয়া হয়েছে। তারা ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আড়াই কোটি লোককে আমরা টার্গেট করেছি। ফ্রন্টলাইনার, শিশু, অসুস্থ্য ও বয়স্ক লোক এই ভ্যাকসিন পাবেন। আমাদের হাতেও কিছু ভ্যাকসিন আছে।

তিনি আরও বলেন, গ্যাভির সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছে এ বছর তারা আমাদের এক কোটি ভ্যাকসিন দেবে। এগুলো আমরা এই বছরই টার্গেটেড পিপলকে দিয়ে দেব। বাকি ভ্যাকসিন দেবে আগামী বছর।

বিজ্ঞাপন

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

এর আগে হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ ফোরামের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যখাতের নানান অনিয়মসহ অগ্রাধিকারের বিষয় তুলে ধরা হয়।

সারাবাংলা/এসবি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর