Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবদল নেতার স্ত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ২৩:৫৭

খুলনা: খুলনা মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী নারী উদ্যোক্তা ফাতেমা-তুজ জোহরা লিন্ডাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর রয়েল মোড়ে নিজের শো-রুম থেকে গ্রেফতার করা হয় লিন্ডাকে। তাকে গ্রেফতারসহ নেতাকর্মীদের পরিবার-পরিজনকে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর ও জেলা বিএনপির নেতারা।

ফাতেমা-তুজ জোহরা লিন্ডার নিঃশর্ত মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছে মহানগর ও জেলা বিএনপি। বিবৃতিতে বিএনপি নেতারা খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস ও নগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাসকে গ্রেফতারের নামে তাদের বাসায় পুলিশি তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ষড়যন্ত্রের রাজনীতি পরিহার, জুলুম-নির্যাতন বন্ধ ও গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও গণদাবি মেনে নিয়ে পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান তারা।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

সমারাবাংলা/টিআর

খুলনা গ্রেফতার নাশকতার মামলা যুবদল নেতা যুবদল নেতার স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর