Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর লক্ষ্য রাব্বির

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪ ১২:০২

শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশের যুবারা

ইতিহাস গড়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। চার বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবেন বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অধিনায়কদের নিয়ে অফিশিয়াল ফটোসেশনের পর বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি জানিয়েছেন, ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রার শুভসূচনা করতে চান তারা।

চার বছর আগের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়েই ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে যুবারা অন্য টুর্নামেন্টেও বেশ ভালো করেছে। সবশেষ গত বছর এশিয়া কাপেও শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। এবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সামনে লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ধরে রাখা।

সেই লক্ষ্যে বাংলাদেশের সামনে প্রথম বাধা ভারত। প্রথম ম্যাচের আগে রাব্বি জানিয়েছেন, জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ, ‘আমরা এই ম্যাচকে অন্য সব ম্যাচের মতোই ভাবছি। বিশ্বকাপের জন্য আমাদের ভালো প্রস্তুতি আছে। আমাদের কোচও দারুণ ভূমিকা রাখছেন। আমাদের লক্ষ্য থাকবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা।’

২০ জানুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ও ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টপ নিউজ বাংলাদেশ ভারত রাব্বি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর