Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিজীবী কবরস্থানে রেজোয়ান সিদ্দিকীর দাফন সম্পন্ন


১৭ জানুয়ারি ২০২৪ ১৩:২৪

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. রেজোয়ান সিদ্দিকী মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিজ্ঞাপন

ড. রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার এলাসিন গ্রামে। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে অধুনালুপ্ত দৈনিক বাংলায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে সিনিয়র সহকারী সম্পাদক, ফিচার এডিটর, সিনে সম্পাদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এমও

দৈনিক দিনকাল রেজোয়ান সিদ্দিকী