Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪ ১৫:০৩

ছবি: রয়টার্স

চীনের জনসংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো হ্রাস পেয়েছে। একইসঙ্গে ২০২৩ সালে দেশটির জন্মহারও কমেছে। ফলে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির প্রবৃদ্ধির সম্ভাবনার উপর দীর্ঘমেয়াদী গভীরভাবে প্রভাব ফেলার শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বলেছে, ২০২৩ সালে চীনে মোট জনসংখ্যা ২৮ লাখ বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৪০ কোটি ৯০ লাখ হয়েছে।

এর আগে, ২০২২ সালে দেশটির জনসংখ্যা ৮ লাখ ৫০ হাজার হ্রাস পেয়েছিল। যা ১৯৬১ সালে মাও সেতুংয়ের শাসন আমলে মহা দুর্ভিক্ষের পর এই প্রথম জনসংখ্যা হ্রাসের ঘটনা প্রত্যক্ষ করল চীন।

মূলত করোনাভাইরাস মহামারির কারণে ২০২২ সালে চীনের জনসংখ্যা হ্রাস পায়। মহামারি ঠেকাতে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। টানা আড়াই বছর কঠোর বিধিনিষেধ থাকার পর ওই বছরের নভেম্বরে ব্যাপক জনবিক্ষোভের মুখে তা তুলে দেয় বেইজিং। ফলে বছরের শেষ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত লাখ লাখ মানুষ মারা যান দেশটি।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস কর্মকর্তারা জানায়, ২০২৩ সালে চীনের মৃতের ঘটনা ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১১ লাখে পৌঁছেছে। ১৯৭৪ সালে সাংস্কৃতিক বিপ্লবের পর প্রথম এক বছরে এতো মানুষের মৃত্যু হয় দেশটি।

একই সময়ে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশু জন্ম নিয়েছে, যা ৫ দশমিক ৭ শতাংশ। এর আগে এতো কম জন্মহার দেখেনি দেশটি। ২০২২ সালে জন্মহার ছিল ৬ দশমিক ৭৭।

সারাবাংলা/এনএস

চীন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর