Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই: পিটার হাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৪

ঢাকা: পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি সুযোগ বলে অভিহিত করেন তিনি।

পিটার হাস বলেন, আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গা বিষয়ের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।

সারাবাংলা/আইই/ইআ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ পিটার হাস

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর