Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভয় ও শঙ্কার কারণে তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫২

ঢাকা: ভয় ও শঙ্কার কারণে তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বুধবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম করিম বলেন, ‘ক্ষমতার মোহে মত্ত হয়ে এবং ভয় ও শঙ্কার কারণে তড়িঘড়ি করে ডামি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। তামাশারও একটা শেষ আছে। এ সরকার সবকিছুতে সীমা লঙ্ঘন করছে। দেশকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্বাচন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। তার সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যা বিস্ফোরণ হলে সরকারের নির্মম পতন হবে।’

রেজাউল করীম বলেন, ‘সর্বোচ্চ দায়িত্বের জায়গায় থেকে প্রধানমন্ত্রী কীভাবে অসত্য কথা বলেন? ৭৫-এর পর নাকি এবার সবচেয়ে উৎসব মুখোর ভোট হয়েছে। অথচ দেশের জনগণ একতরফা প্রহসনের ভোট বর্জন করে বর্তমান সরকারকে উচিত শিক্ষা দিয়েছে। লজ্জা থাকলে তাদের সরে দাঁড়ানো উচিত ছিল।’

সম্মেলনে পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়ে ২০২৪-এর জন্যে নতুন কমিটির নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতি নূরুল বশর আজিজী, সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এবং সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের নাম ঘোষণা করেন তিনি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর