Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়ায় ফেরিডুবি: পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ রুস্তম-প্রত্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১২:২৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রজনীগন্ধা ইউটিলিটি ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে ফেরিডুবির ২৪ ঘণ্টা পার হলেও এখনও পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং প্রত্যয়। ঘাট কর্তৃপক্ষ বলছে, রুস্তম আজ দুপুর নাগাদ পৌঁছানোর সম্ভাবনা থাকলেও প্রত্যয় আসতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার সকাল থেকে ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিন অফিসার হুমায়ুন কবীর এখনও নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির ডিজিএম খালিদ নেওয়াজ বলেছেন, ফেরিডুবির ঘটনার পর বুধবার রাত পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ৯টি ট্রাকের মধ্যে দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বাকি ট্রাকগুলো উদ্ধারেও হামজা কাজ করবে। তবে ফেরি উদ্ধারে হামজার সক্ষমতা নেই। উদ্ধারের জন্য প্রত্যয় রওনা হয়েছে। প্রত্যয় ঘটনাস্থলে আসার পর পরই ফেরি উদ্ধারের তৎপরতা চলবে। আপাতত ফেরিতে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধার কাজ চলছে।

এদিকে নৌবাহিনীর দুটি ডুবুরি দলের ১০ জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তারা হামজার মাধ্যমে ফেরি ভেতর আটকে থাকা ট্রাক গুলো উদ্ধার কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন।

সারাবাংলা/ইআ

উদ্ধারকারী জাহাজ টপ নিউজ ফেরিডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর