Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলুদ-মরিচে কাঠের গুঁড়া, ভেজালকারীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে হলুদ-মরিচে কাঠের গুঁড়া মেশানোর প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে কারখানা মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি থানার মিয়াখান নগর এলাকায় ওই কারখানায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, ‘কারখানায় হলুদ এবং মরিচ গুঁড়া করা হয়। এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কাঠের গুঁড়া। সেই মরিচ ও হলুদের গুঁড়া খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া ওই কারখানায় মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়ার সঙ্গে রঙ, কয়লা ও কাঠের গুঁড়া এবং ভুসি মিশিয়ে একধরনের মসলা তৈরি করেও বিক্রি করা হয়। আমরা অভিযানে গিয়ে হাতেনাতে এর প্রমাণ পেয়েছি।’

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিক বাচ্চু মিয়া ও চার শ্রমিককে আটক করে। তাদের মধ্যে মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। প্রায় ৯০০ কেজি ভেজাল মসলা জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

সারাবাংলা/আরডি/এনএস

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর