Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা জায়গায় বর্জ্য পোড়াতে দেখে ব্যবস্থা নিলেন মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১৮:২৭

ঢাকা: বিধি-বহির্ভূতভাবে উন্মুক্তস্থানে বর্জ্য পোড়ানোয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

তাৎক্ষণিকভাবে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ মন্ত্রণালয় ও ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর